Raja-Madhubani: রাজা ও মধুবনী কুমারটুলি গিয়ে এ কি করলেন!

চিত্র: রাজা ও মধুবনী

সিনেবাংলা ওয়েব ডিস্ক: টলিপাড়ার রাজা (Raja) ও মধুবনী(Madhubani) পরিচিত মুখ। দর্শকরাও ওনাদের পচ্ছন্দ করেন। আজ আমরা জানবো তারা পুজোর আগে কুমারটুলি গিয়েছিলেন কেন?

একটি ভ্লগে(vlog)-এ দেখা যাচ্ছে মধুবনী সাকালে তার বেবি(baby)-কে নিয়ে ব‍্যস্ত। তাকে ওয়েল ম‍্যাসাজ(oil message) করে চান করিয়ে রওনা দিলেন কুমারটুলির উদ্দেশ্য।

চিত্র: রাজা ও মধুবনী

এটা তাদের প্রথমবার যখন তারা কুমারটুলি এলেন। জোর কদমে মাতৃপ্রতিমা প্রস্তুতির তোড়জোড় চলছে। চারিদিকে সার সার মায়ের মূর্তি। এখনও রং পড়েনি। কিছু মূর্তি শুকনো চলছে। সেখানে মৃন্ময় মান্না(mrinmoy manna) সোনালপুরের(sonarpur)-এর ফটোগ্রাফার(photographer) তাদের সাথে ছবি তুললেন। থারমোকলের দুর্দান্ত সব প্রতিমা রয়েছে দোকানে। গিয়ে দেখলেন তাদের মতো আরও অনেক ইউটিউবার(youtuber) ও ভ্লগাররা(vloger)এসেছেন শূট(shoot)করতে।

চিত্র: রাজা ও মধুবনী

আসলে রাজা মধুবনী বলে একটি ভ্লগ চালান তারা। ইউটিউবে তাদের চ‍্যানেল আছে যেখানে অজস্র ফলোয়ার(follower) আছে। সেই সূত্রেই তারা গিয়েছিলেন কুমারটুলি-তে।

Leave a Comment