হঠাৎই অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিলেন সব্যসাচী চক্রবর্তী!
সিনে বাংলা ডেস্ক: সব্যসাচী চক্রবর্তী(Sabyasachi Chakrabarty) বাংলার জনপ্রিয় অভিনেতা। তিনি দীর্ঘদিন ধরে অভিনয়ের সাথে যুক্ত। তিনি শুধু পর্দায় নয় থিয়েটার(theater)- এর সাথেও জড়িত রয়েছেন। তিনি ফেলুদা(Feluda) হিসেবেই পরিচিত বাঙালির কাছে। তবে এবার একটি দুঃখের খবর জানালেন তিনি।
নতুন ছবির প্রিমিয়ার(premier)- এর গুরত্বপূর্ন ঘোষণা সব্যসাচী চক্রবর্তী(Sabyaschi Chakrabarty)র
সম্প্রতি তাঁর একটি ছবি প্রিমিয়ার(premier) হয়েছে। ছবিটির নাম হল ‘জেকে ১৯৭১’ (J.K 1971)যেটির প্রিমিয়ার হয়েছে ঢাকার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব(Dhaka Film Festival)- এ। আর সেখানেই তিনি জানিয়েছেন যে তিনি তাঁর এই দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন। ঢাকার ২১ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব(21 st International Festival)- এ উপস্থিত ছিলেন তিনি। তিনি জানিয়েছেন, “আপাতত কোনও সিনেমাতেই দেখা যাবে না আমাকে। আমি সিনেমা ছেড়ে দিচ্ছি। এখন অবসরের সময়। অনেকে আসছেন আমার কাছে তাদের না করে দিচ্ছি”।
বাকি জীবনটা আরামে কাটাতে চান সব্যসাচী(Sabyasachi)
তিনি তাঁর ফেলুদা(Feluda)-র চরিত্রের জন্য নিজে খুব গর্বিত। কিন্তু এখন তিনি অসুস্থ। তিনি করোনা(corona)-য় আক্রান্ত হয়েছিলেন। এখন তিনি আরাম করতে চান। এখন সাধারণ মানুষের মতোই থাকতে চান। তিনি বই পড়া ও খেলা দেখেই বাকি জীবনটা কাটাতে চান। তাঁর দুই পুত্রই এখন টলিউড(Tollywood)- এর খুব জনপ্রিয় মুখ।