প্রেমিকার মৃত্যুশোক কাটিয়ে কি আবার কাজে ফিরছেন সব্যসাচী(Sabyasachi)?
সিনে বাংলা ডেস্ক: সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury) কে সকলেই চেনে। তিনি ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা । তাকে সকলে বামাক্ষ্যাপা(Bamakhyapa) হিসেবেই চেনেন। তিনি স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘মহাপীঠ তারাপীঠ’ (Mahapith Tarapith) এ সাধক বামাক্ষ্যাপা (Bamakhyapa)- র চরিত্রে অভিনয় করেছেন। এরপর থেকেই তাঁর জনপ্রিয়তা বেড়ে যায়। তাঁর সুন্দর অভিনয়ে মুগ্ধ বাংলার সকল জনগন।
তিনি শুধু ভালো অভিনেতাই নয় একজন ভালো মানুষও বটে। তাঁর ব্যক্তিগত জীবনের গল্প কারোরই অজানা নেই। তিনি সদ্য প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা(Aindrila Sharma)-র প্রেমিক। তাঁর কাছের মানুষের এই মৃত্যুতে অভিনেতা রীতিমত ভেঙে পড়েছেন। তিনি নিজের ফেসবুক(Facebook)ও ইনস্টাগ্রাম(Instagram) ইতিমধ্যেই ডিলিট(delete) করে দিয়েছেন। তিনি নিজেকে পুরোপুরিভাবে গুটিয়ে নিয়েছেন।
স্টার জলসার নতুন ধারাবাহিকে অভিনয়ের প্রস্তাব পেল সব্যসাচী (Sabysachi)
ঐন্দ্রিলা(Aiindrila)-র মৃত্যুর এক মাস পার হয়ে গিয়েছে তবুও তাঁর অভিনয়ে ফেরার কোনো কথাই শোনা যায়নি। কিন্তু কিছুদিন ধরেই টলিপাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছে তাঁর ব্যাপারে। শোনা যাচ্ছে যে স্টার জলসা(Star Jalsha)-র নতুন ধারাবাহিক ‘সাধক রামপ্রসাদ'(Sadhak Ramprasad)- এ মুখ্য চরিত্রে অভিনয় করবার প্রস্তাব এসেছে তাঁর কাছে। বাংলার শাক্ত কবি ও সাধক রামপ্রসাদ(Ramprasad)- এর জীবন কাহিনী নিয়ে তৈরি হতে চলেছে ধারাবাহিকটি। তাঁর রচিত শ্যামা সঙ্গীত(Shyama Sangit) আজও জনপ্রিয় । সব্যসাচী(Sabyasachi) যেহেতু এর আগে একটি ভক্তিমূলক ধারাবাহিক করেছেন তাই তাকেই প্রথম পছন্দ চ্যানেল(channel)- এর। ধারাবাহিকটি প্রযোজনা করছেন সুরিন্দর ফিল্মস(Surinder Films)। কিন্তু সব্যসাচী(Sabyasachi) এখন খুবই মনমরা। তাই সে অভিনয়ে এই মুহূর্তে ফিরবেন কিনা জানা নেই।
তবে কি সত্যিই অভিনয়ে ফিরছেন অভিনেতা?
ঐন্দ্রিলা(Aindrila)-র মৃত্যুর এক মাস পার হওয়ায় তাঁর সাথে যোগাযোগ করা হয়েছিল। অভিনেতা জানিয়েছেন তিনি এখন ঠিক আছেন। এরপর আর বেশি কিছু তিনি জানান নি। তিনি জানিয়ে দিয়েছেন যে ঐন্দ্রিলা(Aibdrila)-কে নিয়ে কোনো মন্তব্য করতে চাননা তিনি। যাতে বোঝাই যাচ্ছে যে তাঁর মানসিক অবস্থা খুব একটা ভালো নেই। তবে তাকে আবারো পর্দায় দেখতে চান দর্শকেরা।