নাম না নিয়ে মিঠুন চক্রবর্তীকে আক্রমণ সায়নী ঘোষের
সিনে বাংলা ডেস্ক: সামনেই পঞ্চায়েত নির্বাচন। এরজন্যই টলিউড(Tollywood) তথা বলিউড(Bollywood) খ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী(Mithun Chakrabarty) জেলায় জেলায় বিজেপি কর্মীদের উদ্বুদ্ধ করতে পৌঁছে গিয়েছিলেন। অন্যদিক তাঁর বিরুদ্ধে একটি মন্তব্য করলেন তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ(Sayani Ghosh)। সায়নী(Sayani) বলেন তিনি জাত গোখরোকে হারাতে কার্বলিক অ্যাসিড(carbolic acid) তৈরী করেছেন।
পঞ্চায়েত নির্বাচন নিয়ে কি বললেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakrabarty)
গত শনিবার পশ্চিম বর্ধমান(West Bardhaman)-র পাণ্ডবেশ্বর(Pandabeshwar)-এর জনসভায় মিঠুন চক্রবর্তী(Mithun Chakrabarty), সুকান্ত মজুমদার(Sukanta Majumder) সহ অনেকেই উপস্থিত ছিলেন। আর সেখানেই মিঠুন(Mithun) জানান অবাধ নির্বাচন হলে শুধু পঞ্চায়েতেই নয় রাজ্যেও বিজেপি(BJP)-র সরকার গড়ে উঠবে। তার উত্তরেই সায়নী(Sayani) নাম না নিয়েই মিঠুন(Mithun)-কে এই কথা বলেছেন। সায়নী(Sayani) সুকান্ত মজুমদার(Sukanta Mujumder)-কে আক্রমণ করে বলেন আগে ২ কোটি চাকরি এবং সকলের অ্যাকাউন্ট(account)- এ ১৫ লক্ষ টাকা দিতে। তারপর লক্ষীর ভান্ডারে ২ হাজার টাকা দিতে। সুকান্ত(Sukanta) একবার দাবি করেছিলেন যে বিজেপি(BJP) ক্ষমতায় আসলে রাজ্যের মহিলাদের ২ হাজার টাকা দেবেন।
সায়নী(Sayani)-র বক্তব্যের জবাব দিলেন বিজেপি(BJP)-র রাজ্য সভাপতি
সায়নী(Sayani)-র এই বক্তব্যের উত্তর দিয়েছেন কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়(Krishnedu Mukherjee)। তিনি বলেন ২০২১ সালে ফলাফল প্রকাশের দিন থেকেই বিজেপি(BJP) কর্মীদের ওপর সন্ত্রাস চালানো হয়েছে । বাড়ি ভাঙচুর করা থেকে চাকরি কেড়ে নেওয়া ও মিথ্যা মামলায় অভিযোগ ইত্যাদি করা হয়েছে। আজ বিজেপি(BJP) সেইসব সন্ত্রাসকে মোকাবিলা করার ক্ষমতা রাখে। বিজেপি(BJP) কর্মীরা সমীক্ষা করে জানতে পেরেছে যে রাজ্যের মানুষেরা বিজেপি(BJP)-র সাথে রয়েছে। এরপর বাকিটা পঞ্চায়েত ভোট প্রকাশ হবে।