Bratya Basu:রুপোলি পর্দায় জীবনানন্দ দাশ কে নতুনরূপে তুলে ধরবেন সায়ন্তন ,ব্রাত্য , জয়া!

সিনে বাংলা ডেস্ক:দুরে কাছে কেবলি নগর, ঘর ভাঙে; গ্রামপতনের শব্দ হয়; মানুষেরা ঢের যুগ কাটিয়ে দিয়েছে পৃথিবীতে, দেয়ালে তাদের ছায়া তবু ক্ষতি, মৃত্যু, ভয়, বিহ্বলতা বলে মনে হয়।

পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায় দর্শকদের সামনে ফুটিয়ে তুলবেন নির্জনতম কবি জীবনানন্দ দাশের জীবন কাহিনী। রবীন্দ্র পরবর্তী এই কবির লেখা বহু কবিতা, গল্প আমরা পড়লেও তাঁর ব্যক্তিগত জীবনের গল্প আমরা অনেকেই জানি না। তাই এবার সায়ন্তন মুখোপাধ্যায় নিয়ে আসছেন তাঁর বায়োপিক। জীবনানন্দ দাশের লেখা প্রথমকাব্যগ্রন্থের নাম অনুসরণ করে বায়োপিকের নাম হয়েছে “ঝরা পালক”।

ছবিতে জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন ব্রাত্য বসু। এই চরিত্রে অভিনয় করতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি, এমনটাই জানান তিনি। ছবিতে কবি পত্নী চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। তার চরিত্রের নাম লাবণ্য। তিনি বলেছেন, “কবি পত্নী হওয়া খুব কঠিন। তাও আবার জীবনানন্দ দাশের মতোন কবি পত্নী।” এছাড়াও “ঝরা পালক” – এ অভিনয় করতে দেখা যাবে বিপ্লব ব্যানার্জী, কৌশিক সেন, দেবশংকর হালদার, শুভশ্রী কর, সুপ্রিয় দত্ত প্রমুখ। জীবনানন্দের তরুণ বয়সের চরিত্রে অভিনয় করেছেন রাহুল ব্যানার্জী।ছবিতে দর্শকরা দেখতে পাবেন কবির জীবনের নানা ওঠা পড়ার গল্প, দেখতে পাবেন জীবনানন্দ – লাবণ্যের সাংসারিক টানাপোড়েন।

জানা যায়, চার বছর আগেই অর্থাৎ ২০১৭ এর শেষের দিকে “ঝরা পালক” এর শুটিং শুরু করেছিলেন সায়ন্তন। তবে করোনা মহামারীর প্রভাবে ছবিটি মুক্তি করেননি। তবে শেষ পর্যন্ত এই মাসের ২৪ তারিখেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে “ঝরা পালক”।

Leave a Comment