Shhan & Trina :গান ছেড়ে শান নাচলেন অভিনেত্রী তৃনার সাথে!

সিনে বাংলা ওয়েব ডেস্ক: বলিউড(Bollywood) এবং টলিউডের(Tollywood) অন্যতম জনপ্রিয় গায়ক শান ।তার কন্ঠের যাদুতে মুগ্ধ আপামর সঙ্গীতপ্রেমী মানুষ। তিনি দর্শকদের একের পর এক সুপারহিট গান তিনি উপহার দিয়েছেন । কিন্তু এবার এই গায়ক গান ছেড়ে অভিনেত্রী তৃনার(Trina) সাথে পা মেলালেন গানের ছন্দে।

টলিউডের(Tollywood) এই মুহুর্তে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তৃনা।(Trina)এবার এক মিউজিক ভিডিওতে(Music video) দেখা গেল অভিনেত্রী তৃনা সাহাকে(Trina Saha)।তিনি বলিউডের জনপ্রিয় গায়ক শানের সঙ্গে পা মেলালেন যদিও শান কলকাতারই ছেলে। এমন বিখ্যাত মানুষের সাথে কাজ করার সুযোগ পেয়ে অভিনেত্রী তৃনা ।

Sh

কাদের কুলে বউ(kader kule bou) এক মিউজিক ভিডিওতে (Music video)দেখা যাবে শান(Shan) এবং তৃনাকে।(Trina) এই গানটিতে যেমন থাকবে প্রেম তেমনি আবার নানারকমের মজা।এই গানটি ফিরিয়ে দেবে ছোটবেলার অনেক স্মৃতি,এই গানের প্রতিটি লাইন মানুষ তার জীবনের সঙ্গে কানেক্ট করতে পারবেন বলে মনে করেন মিউজিক ভিডিওর পরিচালক ।গায়ক শানকে (Shan)এবার নতুন রূপে দেখতে মুখিয়ে আছে তার দর্শকেরা।

Leave a Comment