সিনে বাংলা ডেস্ক; জি বাংলার (Zee Bangla) ধারাবাহিক গুলির মধ্যে এই মুহূর্তে জনপ্রিয়তা নিরিখে সবচেয়ে জনপ্রিয় (popular) হলো মিঠাই (Mithai)। কিছুদিন আগেই এই সিরিয়ালের দিদিয়া অর্থাৎ কৌশাম্বীর জন্মদিন। সেখানে সিদ্ধার্থ সহ কয়েক জন উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিল সিরিয়ালের অন্যান্য চরিত্ররা।
https://www.instagram.com/p/CgCsoKqPtNM/?igshid=YmMyMTA2M2Y=
কেন উপস্থিত ছিলেন না তারা সে বিষয়ে প্রশ্ন করা হলে মিঠাই (mithai) অর্থাৎ সৌমিতৃষা (Soumitrisha) জানান, তখন সেটে সেলিব্রেট করার হচ্ছিলো কৌশাম্বীর (Koushambi) জন্মদিন তখন লাঞ্চ ব্রেক (lunch break) ছিলো। তাই খেতে ব্যস্ত ছিলেন তারা। তিনি আরও জানান কাজ করতে গিয়ে অনেক সময় সহকর্মীদের সাথে মনোমালিন্য (misunderstanding) হতেই পারে এবং এটা ভীষণ স্বাভাবিক (natural)।
আদৃতের (Adrit) জন্মদিনেও অনুপস্থিত ছিলো সৌমিতৃষা (Soumitrisha)। এর কারণ হিসেবে তাদের মধ্যে সম্পর্কের অবনতিকে দায়ী করা হলে সে বিরক্ত হয়ে জানায় যে, একসাথে কাজ করতে হলে ঝামেলা হতেই পারে।
https://www.instagram.com/p/Cf_xNP4rW8D/?igshid=YmMyMTA2M2Y=
কৌশাম্বীর বাড়িতে জন্মদিন সেলিব্রেশনের সময় উপস্থিত ছিলো আদৃত। কৌশাম্বীর প্রসঙ্গে তিনি বলেন কৌশাম্বী তার বোনের মতো। তার মন্তব্যে উত্তাল নেট দুনিয়া।