সিনে বাংলা ডেস্ক: বলিউড(Bollywood)- এর একের পর এক বড় বাজেট(budget)- এর ছবি ফ্লপ(flop) হচ্ছে। যা দেখে বোঝাই যাচ্ছে যে বলিউড(Bollywood)- এর অবস্থা খুবই শোচনীয়। এরকম অবস্থায় বড় সিদ্ধান্ত নিলেন করণ জোহর(Karan Johar)। কি সেই সিদ্ধান্ত? আসুন জেনে নি।
সূত্র মতে জানা গিয়েছিল যে করণ জোহর(Karan Johar) একটি ছবি করছিলেন টাইগার শ্রফ(Tiger Shroff) ও রশ্মিকা মান্দনা (Rashmika Mandana)-কে সাথে কিন্তু এই মুহূর্তে তিনি পিছিয়ে দিয়েছেন ছবির শুটিং(shooting)। বলিউড(Bollywood)- এর এমন অবস্থা দেখে পিছিয়ে দেওয়া হয়েছে। কিন্তু শুনতে পাওয়া যাচ্ছে যে ছবিটির শুটিং(shooting) পেছনোর কারণ হল এই ছবিটি করা জন্য নায়ক টাইগার(Tiger) ৩৫ কোটি টাকা দাবি করেছেন। এবং এটি নিয়ে নায়ক ও প্রোডিউসা(producer)- এর মধ্যে দ্বন্দ্ব হয়েছে তাই করণ জোহর(Karan Johar) ছবিটি করবেন না বলে জানিয়েছেন। করণ জোহর(Karan Johar) একবার জানিয়েছিলেন যে অনেক অভিনেতা অভিনেত্রীরা বড় মাপের শিল্পী না হয়েও তাদের প্রাপের বেশি পারিশ্রমিক চান এবং যেটি তিনি দেওয়া উচিত বলে মনে করেন না। এখন বুঝতে পাওয়া যাচ্ছে টাইগার শ্রফ (Tiger Shroff)-এর কথাই তিনি বলছিলেন।
এরপর আসছি ‘পুষ্পা'(Pushpa) ছবি নিয়ে। সকলেই জানে এই ছবি বক্স অফিস(box office)- এ সুপার ডুপার(super duper) হিট(hit) হয়েছিল। এবার শুনতে পাওয়া যাচ্ছে ‘পুষ্পা ২'(Pushpa 2) ও আসতে চলেছে। যেটির শুটিং(shooting) শুরু হয়ে গিয়েছে। আল্লু অর্জুন (Allu Arjun) এই ছবিতে অভিনয়ের জন্য ১০০ কোটি টাকা দাবি করেছেন এবং রশ্মিকা মন্দানা(Rashmika Mandana) ৪ কোটি টাকা নেবেন। আগের ছবিতে তাঁরা কম নিয়েছিল এবারে তাঁরা তাদের পারিশ্রমিক দ্বিগুণ করে দিয়েছেন। ‘পুষ্পা'(Pushpa) ছবির মতো ‘পুষ্পা ২'(Pushpa 2) ছবির প্রতিও দর্শকের আশা অনেক। এখন দেখা যাক এই ছবিটি আগের ছবিটির মতো সকলের মন জয় করতে পারে কিনা। এরপর চলে আসি এরেকটি খবরে যেটি হল শাহরুখ খান(Shahrukh Khan)-কে নিয়ে। জানতে পারা গিয়েছে তাঁর কয়েকটি ছবি আসতে চলেছ। এটাও শোনা গিয়েছিল যে তিনি ‘ডন থ্রি'(Don 3)করছেন কিন্তু আপাতত তিনি করছেন না। এখন বলিউড(Bollywood)- এর এমন অবস্থাতে কেউই রিস্ক(risk) নিতে চাচ্ছেন না।