লীনা গঙ্গোপাধ্যায় (Lina Gangopadhyay) এর হাত ধরে আবার ফ্রিতে চলেছে “মোহর”(mohor) খ্যাত সোনা মনি সাহা (Sona Moni saha)

সিনে বাংলা ডেস্ক:”মোহর” (mohor) খ্যাত অভিনেত্রী সোনা মনি সাহা (Sona Moni Saha) লীনা গঙ্গোপাধ্যায় (Leena Gangopadhyay) এর হাত ধরেই পেয়েছিল জনপ্রিয়তা। এবার আবার তারই হাত ধরে ছোট পর্দায় ফিরতে চলেছে অভিনেত্রী সোনামণি।অভিনেত্রী ছোটপর্দায় পা রেখেছিল “দেবী চৌধুরানী” (Devi Chaudhurani) ধারাবাহিকের হাত ধরে , কিন্তু মোহর চরিত্রটি তার জনপ্রিয়তার গ্রাফ পাল্টে দিয়েছিল ।

মোহর ধারাবাহিক শেষ হওয়ার পরে অনুগামীরা অধীর আগ্রহে বসে আছেন তার ফেরার অপেক্ষায়, এর মধ্যেই নিজের মুখে সুখবর দিয়েছেন অভিনেত্রী। গত দু’দিন আগেই জানা গিয়েছে অভিনেত্রী সোনা মনি সাহা ওয়েব সিরিজে পা দিতে চলেছেন। তাছাড়াও অনুরাগীদের জন্য আরও সুখবর দিয়ে জানিয়েছেন তিন মাস পরে আবারও ছোট পর্দায় তাকে অন্য ভূমিকায় দেখতে পাওয়া যাবে। সোনামনির অনুগামীরা পরপর খুশির খবরে উত্তেজিত ও আপ্লুত ।

অভিনেত্রী একাধিক ধারাবাহিকের নতুন প্রস্তাব পেলেও লীনা গঙ্গোপাধ্যায় এর হাত ধরে মোহর চরিত্রটি চর্চিত হয়েছে দর্শকমহলে। ওই জন্যই লীনা গঙ্গোপাধ্যায় এর হাত ধরেই ফেরার ইচ্ছা অভিনেত্রীর। নতুন ধারাবাহিক নিয়ে লেখা শুরু করে দিয়েছেন লেখিকা এরকমই জানিয়েছেন সোনামণি। তিন মাস পর এই ধারাবাহিকের শুটিং শুরু হবে, এই খবর পাওয়া মাত্র উচ্ছ্বসিত ভক্তরা।

Leave a Comment