চুটিয়ে প্রেম করছেন সোনাক্ষী …. কিন্তু কে তার সেই স্বপ্নের রাজপুত্র?

সিনে বাংলা ডেস্ক:বলিউডের আনাচ কানাচ থেকে ভেসে আসছে প্রেমের গুঞ্জন। শোনা যাচ্ছে অভিনেত্রী সোনাক্ষি সিনহা নাকি প্রেম করছেন। সম্প্রতি কিছুদিন ধরেই অভিনেত্রী সোনাক্ষি সিনহা (sonakshi sinha)ও অভিনেতা জহির ইকবাল (jahir Iqbal)চর্চায় রয়েছেন তাদের প্রেমের সম্পর্ক নিয়ে। নোটবুক (Notebook)সিনেমার মাধ্যমে বলিউডে(bollywood) অভিষেক হওয়া এই অভিনেতা দীর্ঘদিন ধরে যুক্ত অভিনেত্রী সোনাক্ষী সিনহার সাথে। সাম্প্রতিক কথোপকথনে তাদের ডেটিংয়ের বিষয় নিয়ে কথা বললে জাকির জানান তিনি আর গুজবে কান দেবেন না।

সাক্ষাৎকারে জাহির জানিয়েছেন এখন এত দিন হয়ে গেছে আমি আর এসবে পাত্তা দিই না । আমি ভালো আছি যদি আপনি চিন্তা করেন, আপনি ভাববেন এবং ভাবতে থাকবেন। এটি আপনার জন্য ভালো।”এটা যদি তোমাকে খুশি করে যে আমি সোনাক্ষীর সাথে আছি তাহলে সেটা তোমার জন্য ভালো। কিন্তু এটা যদি তোমাকে বিরক্ত করে তবে আমি দুঃখিত। এটা নিয়ে চিন্তা করা বন্ধ করুন।

জাহির আরো যোগ করেছেন”গুজব এই শিল্পের একটি অংশ এটা আমি আগে থেকে জানতাম। আমি জানতাম অভিনেতারা এর মধ্যে দিয়ে যায় কারণ আমার অনেক বন্ধুরা শিল্পের অংশ। সালমান (Salman)ভাইও আমাকে বলেছেন অনেকে অনেক রকম কিছু বলবে কিন্তু তার দিকে মনোযোগ না দিতে। তাই আমি সত্যি এটির দিকে মনোযোগ দিই না।

” ক্যারিয়ার (carrier)সম্পর্কে কথা বলতে গেলে জহিরের প্রথম বলিউডে প্রবেশ নোটবুক ছবির মাধ্যমে। এখানে সোনাক্ষী চিত্র ক্যারিয়ার শুরু করেছিল 2010 সালে দাবাং ছবির মধ্যে দিয়ে। কাজের ফ্রন্টে জাহিরকে শীঘ্রই তার দ্বিতীয় ছবি ডবল এক্সেল এ দেখা যাবে। ছবিতে সোনাক্ষী ও হুমা কুরেশির সাথে দেখা যাবে তাকে। এছাড়াও সালমান খানের কাভি ঈদ কাভি দিওয়ালি ছবিতেও দেখা যাবে তাকে।

Leave a Comment