সোনালী সম্বন্ধে একি বললেন তাঁর স্বামী
সিনে বাংলা ডেস্ক: সোনালী চৌধুরী(Sonali Chowdhury) টেলিভিশন(Telivision)- এর জনপ্রিয় মুখ। তিনি একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। ‘সাত ভাই চম্পা'(Saat Bhai Champa), ‘অগ্নিপরীক্ষা'(Agnipath)- এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন।
সোনালী(Sonali)র বিরুদ্ধে গুরুতর অভিযোগ তাঁর স্বামী?
সোনালী চৌধুরী(Sonali Chowdhury) ২০১৯ সালে রজত ঘোষ দস্তিদার(Rajat Ghosh Dastidar)-কে বিয়ে করেছেন। তাদের একটি ছোট ছেলেও রয়েছে। কিন্তু তাদের একটি ভিডিও(video) বর্তমানে খুব ভাইরাল(viral) হচ্ছে। কি সেই ভিডিও(video)? চলুন জেনে নিই।
রজত(Rajat)-কে নাকি ভালোবাসেন না সোনালী(Sonali)
সেই ভিডিও(video)-টি অনেকদিন আগের। সোনালী(Sonali)ও রজত(Rajat) ‘দিদি নাম্বার ওয়ান'(Didi No 1)- এ গিয়েছিলেন। আর সেখানেই রজত(Rajat) বলেছিলেন যে সোনালী(Sonali) নাকি অন্য কাউকে ভালোবাসে তাকে ভালোবাসেন না। সেটা তিনি বিয়ের আগে জানতেন না। বিয়ের পর জানতে পেরেছেন। এটি শুনে সকলেই অবাক হয়ে গিয়েছিল। এরপর রজত(Rajat) বলে সেটি আর কেউ নয় অভিনেত্রীর মোবাইল ফোন(mobile phone)। সারাদিন সে ফোন(phone)- এই ব্যস্ত থাকেন। রজত(Rajat)-এর জন্য তাঁর সময় নেই। এই ভিডিও(video)-টি দেখে দর্শকেরা খুব মজা পাচ্ছেন।