Mohor: মোহর (Mohor) ধারাবাহিকের পর আবার পর্দায় ফিরছেন সোনামনি (Sonamoni)!

সিনে বাংলা ডেস্ক: গত চার মাস আগে শেষ হয়েছে সোনামনি সাহা (Sonamoni Saha) অভিনীত ধারাবাহিক “মোহর” (Mohor)। এই ধারাবাহিকের মাধ্যমে বহু দর্শকের মন জয় করেছেন তিনি। তাহলে কেন আর পর্দায় ফিরতে দেখা যাচ্ছে না তাকে। সব প্রশ্নের উত্তর এবার নিজেই দিলেন সোনামনি। এক সংবাদ মাধ্যমকে তিনি জানান, “সদ্য ওয়েব সিরিজটির শ্যুট শেষ করেছি। সব ঠিক থাকলে জুলাই মাসেই দর্শক আমাকে দেখতে পাবেন । তার বেশি দেরি হবে না।”

“দেবী চৌধুরানী” ও “মোহর” – এর পর এবার ছোটো পর্দা ছেড়ে ওটিটি-র পর্দায় সোনামনি। এসভিএফ (SVF) প্রযোজিত অভিরূপ ঘোষের “বেঙ্গল বিমা কোম্পানি” – তে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার কথায়, “ওয়েব সিরিজ নিয়ে যে চিরাচরিত ধারনা থেকে গিয়েছে, এবার তা বদলাবে। গল্পটা এতটাই ভালো যে আমি নিজেকে আর আটকাতে পারিনি। মনে হয়েছিল চরিত্রটা আমারই করা উচিত। এরকম দৃঢ় স্বভাবের চরিত্র করার সুযোগ ছাড়তে চাইনি।”

অন্যদিকে আবার স্যোশাল মিডিয়ায় গুঞ্জন শোনা যাচ্ছে যে, লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরে আবার ছোটো পর্দাতেও ফিরবেন সোনামনি সাহা । সেখানেও মুখ্য ভূমিকায় দেখা যাবে তাকে। তার বিপরীতে কাকে দেখা যাবে, কবে থেকেই বা দেখা যাবে তা এখনও প্রকাশ্যে আসেনি।

Leave a Comment