Soumitrisha!আবার নতুন সাজে একী করলেন সৌমিতৃষা!

সিনে বাংলা ওয়েব ডেস্ক: জি বাংলার(Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক মিঠাই(Mithai) ।মিঠাই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু(soumitrisha Kundu)।সকলের প্রিয় মিঠাই(Mithai,) ধরা দেয় নানারকম সাজে এছাড়াও তার করা নানারকম কর্মকাণ্ড মিঠাই তার সামাজিক মাধ্যমে প্রায়শই তুলে ধরেন ।এবারও সেইরকমই এক ভিডিও তিনি তার ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন ।

সম্প্রতি মিঠাই (mithai)ওরফে সৌমিতৃষা (soumitrisha)পুজোর সাজে আর তার হাতে রেয়েছে ঢাক এবং ঢাকের কাঠি।পুজোর ঢাকে কাঠি পড়তে আর বেশি দিন নেই । কিন্তু তার আগে পুজোর সাজে একবারে অন্যরূপে ধরে দিলেন জি বাংলা খ্যাত মিঠাই(Mithai)। তিনি ঢাক বাজালেন আর ঢাক বাজানোর সেই দৃশ্য তিনি তার ইনস্টাগ্রামে(Instragram) পোস্ট(post ) করে তার ক্যাপশনে লিখলেন “একটু ঢাক বাজানো শিখলাম “।

মিঠাইকে (mithai)একেবারে নতুন রূপে দেখতে পেয়ে স্বভাবতই খুশি মিঠাইয়ের (mithai)ভক্তরা।তার নানারকম কর্মকাণ্ডে মাঝেমধ্যেই তাকে দেখতে পায় তার ভক্তরা। তবে এবারে মিঠাই একেবারে অন্য বেশে অন্য রূপে ধরা দিলেন তার ভক্তদের সামনে ।

Leave a Comment