Souptik Chakraborty,Ronita Das : রিয়েললাইফে সৌপ্তিক ও রনিতার সম্পর্কে ফাটল! কি বলছেন তারা

Cinebangla Desk:টলিপাড়ায় নতুন গুঞ্জন, সৌপ্তিক ও রনিতার(Souptik and Ronita) সম্পর্কে চির।কারণ নাকি কোনো তৃতীয় ব্যাক্তি ! কানাঘুষো শোনা যাচ্ছে এমণ ই। বলিউডের বেশ নামকরা এক প্রথম শ্রেণীর নায়িকার সঙ্গে সৌপ্তিকের বেশ মাখামাখি সম্পর্ক লক্ষ্য করা যাচ্ছে। আর তাতেই যত বিপত্তি।

সংবাদমাধ্যমকে তরফে তাকে জিজ্ঞাসা করা হলে সৌপ্তিক বিষয়টি পুরোপুরি ভাবে উড়িয়ে দিলেও রনিতা জানান, এইসব বিষয় নিয়ে এত ভাবনা চিন্তা করার টাইম আমাদের নেই । বর্তমানে কাজ নিয়ে আমরা দুজনেই ব্যস্ত থাকছি। আমাদের নিজেদের একটি প্রযোজনা সংস্থা রয়েছে যার উন্নয়ন নিয়ে আমরা সবসময় ভেবে চলেছি। নতুন কনটেন্ট ভাবা থেকে নতুন কাজ সবকিছু মিলিয়ে একদম দায়িত্বে ভরপুর রয়েছি আমরা।

স্টার জলসা খ্যাত ধন্যি মেয়ে(Dhonni meya) সিরিয়ালে অভিনয় করতে গিয়ে বন্ধুত্ব হয় তাদের। সেই বন্ধুত্ব পরবর্তীকালে প্রেমের সম্পর্কে পৌঁছায়। নিজেদের সম্পর্কের জাঁকজমক কখনোই বাইরে দেখেননি তারা। তবুও উঠেছে এই শোরগোল? রনিতা শাফ জানান , ইউটিউবে আমি এমন অনেক ভিডিও দেখেছি যেখানে দাবি করা হয়েছে সৌপ্তিক ও আমি বিবাহিত , আমাদের নাকি সন্তানও রয়েছে, সত্যি বলতে এত সব কিছু নিয়ে কখনোই মাথা খাটানো সম্ভব না।

আপাতত কিছু দিনের মধ্যেই ২৮ এ জুন ক্লিক (klikk)ott প্লাটফর্মে আসতে চলেছে তাদের নতুন ওয়েব সিরিজ এনক্রিপটেড(Encripted)। এত চাপের বাজে এসমস্ত গুজবে কর্ণপাত করার সময় কোথায় তার! নায়িকা বললেন আমরা কাজের মধ্যে আছি কাজ নিয়ে যথেষ্ট চাপে আছি।

তবে যদিও এই বিষয় নিয়ে নেটিজেনদের মধ্যে জল্পনার কোনো শেষ নেই ।

Leave a Comment