Sourav Das: এবার মহিষাসুর হলেন সৌরভ দাস

চিত্র: সৌরভ দাস

সিনেবাংলা ওয়েব ডেস্ক: ওয়েব সিরিজে অভিনয়ের কারণে খ‍্যাতির শীর্ষে আছেন অভিনেতা সৌরভ দাস। এবার তিনি ছোট পর্দায়। স্টার জলসায় এবারে মহিষাসুর রূপে দেখা যাবে সৌরভকে।

চিত্র: সৌরভ দাস

লাগাতার ভিলেনের চরিত্রে অভিনয় করার কারণেই হয়তো চ‍্যানেল কর্তৃপক্ষ তাকে এবার মহিষাসুর করার কথা ভেবেছে। সৌরভ মজা করে বলেন ওনার মা ভেবেছিলেন উনি হয়তো শিবের চরিত্রে অভিনয় করবেন। কিন্তু আবারও তিনি ভিলেন। বাংলা ওটিটি-র জগতের সবথেকে পরিচিত মুখ তিনি।বঢড় পর্দায় তাকে দেখা গেছে। এবার তাকে ও সোনামনি-কে একসাথে অভিনয় করতে দেখা যাবে। সোনমনি দুর্গার হাতে বিনাশ ঘটবে মহিষাসুর রূপী সৌরভের।

চিত্র: সৌরভ দাস

শুটিং চলছে জোর কদমে। ব‍্যস্ত অভিনেতা ও অভিনেত্রী দুজনেই মষ দিয়ে অভিনয় করছেন। আর কিছু দিন পরে মহালয়ার ভোরে দর্শকরা তাদের প্রিয় সোনামনি সাহা ও সৌরভ দাস-কে দেখতে পাবেন। দর্শক মহলে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

Leave a Comment