Srabanti chatterjee: হবূ বৌমাকে নিয়ে কিভাবে ছেলের জন্মদিন পালন করলেন শ্রাবন্তী

চিত্র: ছেলে ও হবু বৌমার সাথে শ্রাবন্তী

সিনেবাংলা ওয়েব ডেস্ক: টলিউডের নায়িকা শ্রাবন্তী এখন ফুকেট-এ। পালন করলেন ছেলে অভিমন্যু-র জন্মদিন। সঙ্গে ছিলেন তার হবু বৌমা দামিনী ঘোষ। নায়িকা আগেই বলেছিলেন যে তিনি এবারে ছেলের জন্মদিন পালন করতে চান বিদেশে। তাই এই বছর অভিমন্যু(ঝিনুক)-এর জন্মদিন পালন করলেন বিদেশের মাটিতে।

চিত্র: অভিমন্যু ও দামিনী

তখন ফুকেটে ঘড়ির কাঁটা বারোটার ঘর ছুঁয়েছে, মা ও হবু স্ত্রী-র শুভেচ্ছা প্রথমেই পেলেন ঝিনুক। লাইভ কনসার্ট থেকে লাইভ শুভেচ্ছা শেয়ার করলেন শ্রাবন্তী। গতকাল ছিল অভিমন্যু-র জন্মদিন। তেরোই আগস্ট ছিল শ্রাবন্তী-র জন্মদিন। তাই উভয়ের জন্মদিন পালিত হলো ফুকেট-এ।

চিত্র: শ্রাবন্তী

দামিনী তার ভালোবাসার মানুষটিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন এই বিশেষ দিনটিতে। সেই ভালোবাসা মোড়া ভিডিও এসেছে প্রকাশ‍্যে। দামিনী পেশায় একজন মডেল। ভিডিওতে এই লাভিং কাপেল(loving couple)-কে দেখাচ্ছিল দারুণ। শ্রাবন্তী, অভিমন্যু ও দামিনী-র স‍্যুইমিং পুলে মজা করার একটি ছবিও এখন ট্রেন্ডে। সব মিলিয়ে বলা যেতে পারে যে মা-ছেলে এবছরের জন্মদিনটা স্মরণীয় করে রাখতে কোনো কসুর করেননি।

চিত্র: মা ও ছেলের জন্মদিনের নানান মুহূর্ত

Leave a Comment