Priyam & suvojit:ছেলেকে নিয়ে মজার সংসার অভিনেতা প্রিয়ম ও শুভজিতের

সিনে বাংলা ওয়েব ডেস্ক: টলিউডের (Tollywood)অন্যতম জনপ্রিয় অভিনেতা শুভজিত(suvojit) ও প্রিয়ম(priyom)। পর্দার মত পর্দার বাইরেও তারা একে অপরের সাথে জুটি বেঁধেছেন। দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর তারা আবদ্ধ হয়েছেন বিবাহ বন্ধনে। তাদের সংসারে এসেছে ক্ষুদে এক সদস্য।যাকে ঘিরে জমে উঠেছে তাদের সংসার ।তার নানারকম দুষ্টুমিতে জমে উঠেছে শুভজিৎ(suvojit) ও প্রিয়মের (priyam)সংসার।

অভিনেত্রী প্রিয়ম(priyam) তখন জি বাংলার(Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক মিঠাইতে(Mithai) নন্দার(nanda) চরিত্রে অভিনয় করত,কিন্তু তার তখন তার জীবনে সবচেয়ে সুখের মুহুর্তে আসে কারন তিনি সে সময় গর্ভবতী। সন্তান জন্মানোর পর অনেকদিন কাজ থেকে বিরত নিয়েছেন অভিনেত্রী প্রিয়ম।তারপর তার ছেলে এখন একটু বড় হওয়াতে তাকে সম্প্রতি দেখা যাচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক লালকুঠি (lalkhuthi)এবং উড়ন তুবড়িতে(uran tubri) তিনি অভিনয় করেছেন ।লালকুঠি (lakkhuthi)ধারাবাহিকে অভিনয় করছেন শুভজিৎও(shivjit)।একইসঙ্গে তারা স্কিন শেয়ার(screen share) করছেন।

অভিনেত্রী মাতৃত্ব কেমন উপভোগ করছেন এ প্রসঙ্গে অভিনেত্রী কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন আগের থেকে অনেক দায়িত্বেবোধ বেড়েছে ,তার মধ্যে অনেক পরিবর্তন এসেছে । যদিও কাজের জন্যে ছেলের সঙ্গে এখন অতটা সময় কাটাতে পারছেন না অভিনেত্রী । অন্যদিকে ছেলেকে নানারকম দুষ্টুমি শেখাচ্ছেন অভিনেতা শুভজিত বলে জানান অভিনেত্রী।ছেলেকে নিয়ে এইভাবে দিন আনন্দের সাথে কাটছে প্রিয়ম(Priyam) ও শুভজিতের(shuvojit)।

Leave a Comment