সিনে বাংলা ওয়েব ডেস্ক: টলিউডের(, Tollywood) অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়(Rachana Banerjee)। সিনেমা থেকে ছোট পর্দা যার অভিনয় গুনে মুগ্ধ হয়ছে দর্শক।তিনি তার কেরিয়ারের(career) চূড়ান্ত সাফল্য লাভ করলেও তার ব্যক্তিগত জীবন কিন্তু সে অর্থে সফল নয় ।কেন তিনি বৈবাহিক জীবনে অসফল তা কিন্তু অজানা ।তবে ইদানিং(idaning) কালে তাকে দেখা যাচ্ছে তার স্বামী প্রবাল বসুর সাথে ।
সম্প্রতি তার স্বামী নতুন ফ্যাশন হাউজ (fashion house )লঞ্চ (lanch)হল সেখানে বিভিন্ন রকম হ্যান্ড মেটিরিয়ালের (hand metirial)অত্যানুধিক জিনিসের সম্ভার নিয়ে হাজির হবে এই ফ্যাশন হাউজ। যা কিন্তু সাধারন মানুষের নাগালের মধ্যেই ।ন্যায্য মূল্যে পাওয়া যাবে এই অত্যানুধিক পোশাক। এই নতুন ফ্যাশন হাউজ লঞ্চের সময় তিনি তার স্বামীর পাশেই ছিলেন ।
সবার প্রিয় দিদিকে(didi) তার স্বামীর পাশে দেখে তার ভক্তরা ।২০০৭(2007) সালে তিনি প্রবাল বসুর সাথে আবদ্ধ হন বিবাহবন্ধনে। তাদের একটি পুত্র সন্তান আছে ।কিন্তু তাদের সেই বিবাহিত জীবন সুখের হয়নি ।এখন অবশ্য সেই সম্পর্কের তিক্ততা ভুলে তারা একে অপরের বন্ধু হয়ে উঠেছে ।