বাংলা ছবির সম্মান বাঁচাতে এবার ময়দানে দেব (Deb) বনাম জিৎ (Jeet)

সিনেবাংলা ডেস্ক; আগামী ২৯শে এপ্রিল ( 29th April) মুক্তি পেতে চলেছে বাংলার অধিনায়ক দেব( Deb) ও জিৎ (Jeet) এর কিশমিশ( kismish) ও রাবণ ( Rabon ) । বহু বছর পর অনেক টাকার প্রশ্ন আজ টলিউডে । একই দিনে দুজনের ছবি মুক্তি পেতে চলেছে । মেট্রো থেকে শুরু করে বেশ কিছু জায়গায় নিজের ছবির প্রচার করেছে দেব । গত রবিবার সকাল সকাল রুক্মিণী ( Rukmini ) কে নিয়ে বেরিয়ে পড়েছিলেন দেব । নিজেদের প্রাইভেট গাড়িতে নয় । নিত্যযাত্রী দের মত মেট্রো সফর করেছিলেন । ঐদিন সকালে কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে ‘কিশমিশ’ এর গোটা টিমকে নিয়ে মেট্রোয় উঠে পড়েন দেব । সিনেমা হলে গিয়ে দর্শকদের ‘কিশমিশ’ দেখার অনুরোধ জানিয়েছেন তিনি । হটাৎই অভিনেতা সাংবাদিককে জানায় 29 শে এপ্রিল ছবি মুক্তির সাথে সাথে ওইদিনই প্রেমিকা রুক্মিণীকে বিয়ে করবেন । কথাটা নিছকই মজার ছলে নাকি সত্যি তা এখনো জানা যায়নি।

উল্টো দিকে একই দিনে মুক্তি পাচ্ছে জিতেন্দ্র মদদানির “রাবণ” । এবার এক অন্য লুকে দেখা যাবে জিৎ কে । লম্বা চুল, গাল ভর্তি দাঁড়ি, একটা চোখের মণির রঙ বাদামী এবং অপরটি লাল, দৃঢ় চোখের চাউনি, ঠোঁটে কুটিল হাসি। রাবণ’-এ জিতের এমন লুক দেখে উচ্ছ্বাস ধরে রাখতে পারেনি নেটিজেন। এমনকি কমেন্টে বক্সে তাঁর আসন্ন এই ছবির লুক দেখে প্রশংসা জানাতে দেখা গেছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, এনা সাহা, রুক্মিনী মৈত্র, প্রিয়াঙ্কা ত্রিবেদী সহ ইন্ডাস্ট্রির অন্যান্য সহকর্মীদের।

একই দিনে দুটি ছবি মুক্তি তে টক্কর এর কথা অভিনেতা দেব কে জিজ্ঞাসা করলে তিনি সাংবাদিক কে জানে ‘‘কথা দিচ্ছি টক্কর নয়, এ বার জিৎ আর দেব মিলে বাংলা বিনোদনে বিপ্লব আনবে।’’ দেবের কথায় একা দেবের ছবি মুক্তি পেলে বেশির ভাগ প্রেক্ষাগৃহ হিন্দি ছবি দখল করে নিত। কিন্তু ময়দানে যখন জিৎ আর দেব, সেটা কখনও হবে না। ৭৫ শতাংশ প্রেক্ষাগৃহ বাংলা ছবির দখলে থাকবে । বাংলার সম্মান বাঁচাতে কাউকে এগোতেই হবে। সেই দায়িত্ব এ বার দেব আর জিৎ ভাগ করে নিয়েছেন। কিশমিশ বিশুদ্ধ প্রেমের কাহিনী আর রাবণ অ্যাকশনে ভরপুর। ফলে, দুই ধারার ছবিই দর্শক টানবে বলে আশা দেবের। দেবের আফশোস, গত বড় দিনে ‘পুষ্পা’, ‘৮৩’ আর ‘স্পাইডারম্যান’-এর ভয়ে বাংলার বড় বাজেটের ছবি পিছিয়ে গিয়েছিল। একমাত্র তিনিই সাহস করে মুক্তি ঘটিয়েছিলেন ‘টনিক’-এর। ফলাফল সবাই জানেন। তিনটি হেভিওয়েট ছবির সঙ্গে টক্কর দিয়ে কোটি টাকার বাণিজ্য করেছে ‘টনিক’। জিতের ছবির জন্য আন্তরিক শুভ কামনাও জানিয়েছেন

Leave a Comment