সিনেবাংলা ওয়েব ডেস্কঃ এ বছর এক নতুন ট্রেন্ড(trand) উঠেছে ‘বয়কট টলিউড'(boycott tollywood)। আসুন দেখে নেওয়া যাক কোন তারকা কি বললেন এ বিষয়ে।
সোহম (soham) বললেন, এসব নিতান্তই পাবলিসিটির (publicity) জন্য করা । মুষ্টিমেয় কেউ কিছু বললে তার কোনো দাম নেই। তিনি বলেন যে আপামর জনতা তাদের সাথে আছেন। তাই তারা সবাই দর্শকদের সেরা পারফরম্যান্স(performance) দিতে চান। তাই কিছু লোক কি বললো তাতে কিছু আসে যায়না। যারা এই তথাকথিত ‘বঢয়কট’ ডেকেছেন তারা হয়তো নিজেরাই সমাজে ও নিজের পরিবারের কাছে বয়কট হয়েছেন আর সেই হতাশার প্রতিচ্ছবি এই সব । সুপারস্টার(super star) দেব(Dev) বললেন , যে ছবিগুলো বয়কট করার ডাক দেওয়া হয়েছে তা দেখে দর্শকরাও বিশেষ আশাবাদী নন। হল(hall) থেকে বেরিয়ে কারোর মুখে ছবিগুলি সম্পর্কে কিছুশোনাও যায়নি। তাই এইসব ব্যাপার নিয়ে তিনি চিন্তিত নন। কারণ সোস্যাল মিডিয়ায় এমন কিছু মানুষজন রয়েছেন যারা কেবলমাত্র এসব কাজকর্ম করতেই ব্যস্ত। এটা সোস্যাল মিডিয়ার (social media) কুপ্রভাব। ট্রেন্ড উঠেছে আবার চলেও যাবে।
অপরাজিতা আঢ্য (Aparajita Adda) বলেন শিল্পের স্হান সব কিছু ক্ষুদ্রতার উপরে। ছবি ভালো বা খারাপ লাগতেই পারে কিন্তু বয়কট-টা কোনো সমাধান নয়। বাবুল সুপ্রিয় (babul supriyo) বললেন যে বয়কট করলে আদতে টলিউডের ক্ষতি। বাংলা সিনেমার দর্শক কেবলমাত্র বাঙালি। তাই আপনারা যদি ছবি বয়কট করেন তাহলে তো চলচ্চিত্র শিল্প পথে বসবে। বয়কট করার আগে ভাবুন, দেখুন তারপর ট্রেন্ডে ভাসুন। এই হজুগে আদতে ক্ষতি বাংলার হচ্ছে।