Tollywood:এবারে অগ্রিম জেনে নিন এই সপ্তাহের টিআরপি লিস্ট!

সিনে বাংলা ওয়েব ডেস্ক: প্রতি বৃহস্পতিবার ২+ টিআরপি লিস্টের তালিকা প্রকাশিত হয়।আর সেই টিআরপি লিস্টের তালিকা দেখার জন্যে মুখিয়ে থাকেন দর্শকেরা ।এবার দর্শকদের সামনে এল ১৫+ টিআরপি লিস্টের তালিকা।এই টিআরপি লিস্টেও শীর্ষস্থান দখল করেছে মিঠাই ধারাবাহিক(Mithai)। যার টিআরপি বেড়ে ৮.৮(8.8)।এর পর দ্বিতীয় স্থানে আছে গাঁটছড়া(gatchara) ধারাবাহিক যার টিআরপি বেড়ে ৮.২ ।(8.2)

তৃতীয় স্থানে আছে আলতা ফড়িং (Alta faring)ও লক্ষ্মী কাকিমা সুপারস্টার(Laxmi kakima supaster) দুই ধারাবাহিকের টি আরপি বেড়ে ৭.৭।চতুর্থ স্থানে আছে গৌরী এল (Gouri elo)যার টিআরপি ৭.৬, পঞ্চম স্থানে আছে ধুলোকনা যার টিআরপি বেড়ে ৬.৭। ষষ্ঠ স্থানে আছে উমা (uma)এবং অনুরাগের ছোঁয়া (Anurager choya)যাদের র টিআরপি ৬.২ ।সপ্তম স্থানে আছে মন ফাগুন(mon fagun) এবং এই পথ যদি না শেষ হয়(ei poth jodi na ses hoy) যাদের টিআরপি ৬.০। অষ্টম স্থানে আছে খেলনা বাড়ি (Khelna bari),এক্কা দোক্কা(ekka dokka) ,সাহেবের চিঠি(saheber chithi) যার টিআরপি ৫.২ ।নবম এবং দশম স্থানে আছে লালকুঠি (lalkhuthi)ও বোধিসত্ত্বের বোধবুদ্ধি ,(bodhiswater bodhbuddhi)যাদের টিআরপি যথাক্রমে ৫.০এবং ৪.৯।

একাদশ স্থানে আছে আয় তবে সহচরী(ay Tobe sahachari) যার টিআরপি ৪.৬।বারোতম স্থানে আছে পিলু(pilu) যার টিআরপি ৪.৪ । তেরোতম স্থানে উড়ন তুবড়ির (uran tubri)যার টিআরপি বেড়ে ৪.৩।অপরদিকে চোদ্দোতম স্থানে আছে গোধূলি আলাপ(godhuli alap) এবং পনেরোতম স্থানে আছে গুড্ডি (guddi)যার টিআরপি ৩.৬ ।এই হল ১৫+টিআরপি লিস্টের তালিকা ।বলা বাহুল্য মিঠাইতে কয়েকদিন যাবৎ ধরে যে জমজমাট পর্ব দেখানো হয়ছে তার ফল পড়েছে টিআরপি লিস্টের উপর আর সেই কারনেই টিআরপি লিস্টের শীর্ষস্থান দখল করেছে মিঠাই ।

Leave a Comment