TRP UPDATE: টিআরপিতে বড় চমক! প্রথম স্থানে কে?

সিনেবাংলা ডেস্ক: টেলিভিশনের সিরিয়ালগুলোর মধ্যে টিআরপির একটা লড়াই সব সময় চলতেই থাকে। বাকি সব সিরিয়ালকে টেক্কা দিয়ে আবারও প্রথম স্থান দখল করে নিলো জি বাংলার মিঠাই ধারাবাহিকটি। দ্বিতীয় স্থানে রয়েছে স্টার জলসার গাঁটছড়া, তৃতীয় স্থানে মন ফাগুন, চতুর্থ স্থানে রয়েছে আলতা ফড়িং ও ধূলোকণা, পঞ্চম স্থানে গৌরী এলো, ষষ্ঠ স্থানে লক্ষ্মী কাকিমা সুপার স্টার, সপ্তম স্থানে একত্রে আছে উমা, এই পথ যদি না শেষ হয় ও অনুরাগের ছোঁয়া, অষ্টম স্থানে রয়েছে আয় তবে সহচরী, নবম স্থানে খেলনা বাড়ি ও দশম স্থানে লালকুঠি। এছাড়াও একাদশ-দ্বাদশ স্থানে রয়েছে উড়নতুবড়ি, পিলু ইত্যাদি সিরিয়ালগুলো।

কোনো নতুন প্রোমো ছাড়াও যে মিঠাই এবার প্রথম স্থানে থাকবে সেটা হয়তো আশা করেননি অনেকেই।

মিঠাই ৮.৩
গাঁটছড়া ৭.৭
মন ফাগুন ৭.৬
আলতা ফড়িং, ধূলোকণা ৭.৪
গৌরী এলো ৭.২
লক্ষী কাকিমা ৬.৯
উমা, এই পথ যদি না শেষ হয়, অনুরাগের ছোঁয়া ৫.৯
আয় তবে সহচরী ৫.৭
খেলনা বাড়ি ৫.৫
লালকুঠি ৫.৩
উড়ন তুবড়ি ৫.০

Leave a Comment