Urfi Javed:আবার  অর্ধনগ্ন শরীরে দেখা গেলো উরফিকে!

সিনে বাংলা ডেস্ক:দিনে দিনে আরো  বোল্ড(bold) হচ্ছেন উরফি জাভেদ(Urfi Javed)। তিনি সবসময়ই  বিতর্কে থাকেন । তাকে নিয়ে সবসময়ই খবর হচ্ছে। কাটাছেঁড়া পোশাক হোক থেকে শুরু করে বোল্ড লুক(bold look) সব কিছুই তিনি পরিধান করেন । তিনি নিত্য নতুন ফ্যাশন (fashion) করেনও সকলকে অবাক করে দেন।  তবে এবার কি করলেন তিনি যা দেখা দর্শকেরা অবাক?

এবার স্তনযুগল চেপে ধরে একটি ভিডিও(video) শেয়ার(share) করলেন তিনি । প্রায় উলংগ বললেই চলে।  শরীরে সুতো জড়িয়ে ন্যুড (nude) রঙের অন্তর্বাস পরিধাণ করে স্তনযুগল চেপে ধরে ভিডিও(video) করেছেন তিনি। কখনো পোশাক পরে আবার কখনো না পরে বিতর্কে থাকেন উরফি জাভেদ(Urfi Javed)।  এই ভিডিও দেখে  সকলেই চমকে গেছেন। সেই ভিডিও দেখে অনেকেই তাকে ধিক্কার জানিয়েছেন আবার অনেকে তাঁর প্রশংসা করেছেন।তাকে নিয়ে তোলপাড় পুরো নেট মাধ্যম।

শিরোনামে থাকার জন্য আর কতো কি বাই করবেন তিনি।খোলামেলা পোশাকে  মাথায় খোপা করছেন, যার চারপাশে গোলাপ ফুলে লাগানো। গলায় কুন্দনের হার (Kundan har)আর নাকে নথ পরে ভিডিও করেছেন তিনি।বেশিরভাগ সময়েই তিনি অন্তর্বাস না পরেই ছবি তোলেন । আর সেটি নিয়েই শুরু হয়ে যায় নানা রকম বিতর্ক। এবারও অর্ধনগ্ন শরীরে আবার বিতর্কে জড়ালেন তিনি।



Leave a Comment