Shruti Das:অভিনেত্রী শ্রুতি দাস দিদি নাম্বার ওয়ানের গিয়ে নিজের গায়ের রং সম্পর্কে কি বললেন ?

সিনে বাংলা ওয়েব ডেস্ক: টলিউডের (Tollywood)অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস(sruti das) ।একের পর এক ধারাবাহিকে তার অভিনয় দর্শকদের নজর কেড়েছে। এবার অভিনেত্রী শ্রুতি দাস জি বাংলার (Zee Bangla)দিদি নাম্বার ওয়ানের (didi number one)মঞ্চে এসে আবারও ছিনিয়ে নিলেন সেরার শিরোপা । এই প্রথম নয় এর আগেও তিনি দিদি নাম্বার ওয়ানের মঞ্চে বিজেতা হয়েছেন ‌।

জি বাংলার (Zee Bangla)অন্যতম জনপ্রিয় শো দিদি নাম্বার ওয়ান(didi number one)।আর সেখানেই অভিনেত্রীদের বিশেষ পর্ব ছিল সেই বিশেষ পর্ব উপস্থিত ছিলেন মধুবনী গোস্বামী,(madhubani goswami)শ্রুতি দাস, (stuti das)শ্রীতমা (sreetama)প্রমুখ অভিনেত্রীরা।সবাই নিজেদের সেরাটা দিয়েছেন তবে সবার থেকে নাম্বারে এগিয়ে থেকে আবারও দিদি নাম্বার ওয়ানের মঞ্চে বিজেতা হলেন অভিনেত্রী শ্রুতি দাস ।

অভিনেত্রী শ্রুতি দাস অভিনয় করছিলেন স্টার জলসা (star jalsha)চ্যানেলে দেশের মাটি(Desher mati) নামক ধারাবাহিকে ।সেখানে তার অভিনয় প্রশংসিত হয়েছে।এর পরবর্তীতে তাকে কোন ধারাবাহিকে দেখা যাবে তা নিয়ে তার ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

Leave a Comment