সিনে বাংলা ডেস্ক: টলিউড(Tollywood)- এর জনপ্রিয় জুটিদের মধ্যে অন্যতম হলো দেব – রুক্মিণী(Dev- Rukmini)। দীর্ঘ অনেক বছর ধরেই সম্পর্কে রয়েছেন তাঁরা। একসাথে ছবি করা থেকে ফটোশুট(photoshoot) সবেতেই একসাথে তাঁরা।
তাদেরকে বর্তমানে ‘ড্যান্স ড্যান্স জুনিয়র'(Dance Dance Junior)- এ বিচারক হিসেবে দেখা যাচ্ছে। যেখানে একটি পর্বতে রুক্মিণী(Rukmini) একজন পার্টিসিপেট(participant)-এর নাচ দেখে যা বললেন তা শুনে সকলেই অবাক। তিনি বললেন পার্টিসিপেট(participant)-কে একদম দেব(Dev)- এর মতো লাগছে এবং তারপরই বলে দেব(Dev)-কে ভালোবাসার কথা জানান। এই ভিডিও(video)-টি প্রচুর পরিমাণে ভাইরাল(viral) হয়েছে। দর্শকেরা সকলে ভিডিও(video)-টি দেখে তাদের ভালোবাসার দারুণ প্রশংসা করছেন এবং ভিডিও(video)-টি তাঁরা খুব শেয়ার(share)-ও করছেন।
তাঁরা এতো দিন ধরে প্রেম করছেন। তবে মাঝে মধ্যেই তাদের বিয়ে নিয়ে গুঞ্জন শোনা যায়। কিন্তু শেষ পর্যন্ত তা আর সত্যি হয় না। তবে কি তাঁরা বিয়ে করবেন না?আর যদিও করেন তবে কবে করছেন? এ প্রশ্নগুলোর উত্তরে দুজনেই জানান এখন আপাতত তাদের কোনো প্ল্যান(plan) নেই।