BhotBhoti;কেনো প্রিমিয়ার হলো না ভটভটির? ক্ষোভে ফেটে পড়লো টলিপাড়া!

সিনে বাংলা ডেস্ক; বাংলা সিনেমা হলে বাংলা ছবির জায়গা পাচ্ছে না। বাংলা সিনেমার খারাপ দশা দেখে বহু অভিনেত্রী সহ অভিনেতা ও পরিচালক মুখ খুলেছেন এই বিষয়টি নিয়ে।শ্রীমতি ছবি মুক্তি পাওয়ার সময় সিনেমা হল না পাওয়ার অভিযোগে রানা সরকার(Rana Sarkar) থেকে শুরু করে স্বস্তিকা মুখোপাধ্যায়ের (swastik Mukherjee) গর্জে উঠেছিল । ঠিক এই একই অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন পড়লেন তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee)ও দেবলীনা। এই প্রতিবাদে সামিল হন তন্ময় মজুমদার ও শ্রীলেখা মিত্র।

শ্রীলেখা মিত্র বলেন (sreelekha Mitra)’তথাগত মুখোপাধ্যায়(Tathagata Mukherjee), দেবলীনা দত্ত, বিবৃতি চট্টোপাধ্যায়ের অভিনীত ছবি সিনেমা হল পাচ্ছে না শুধুমাত্র ক্ষমতার অপব্যবহারে। আমার দৃঢ় বিশ্বাস ছবিটা ভালো হয়েছে। তথার আগের কাজ তার সাক্ষ্যবহন করে। তাঁবেদারের আর সিন্ডিকেটের ভিড়ে ছবিযদি হল না পায় তাহলে ওই বঙ্গভূষণ, বিভীষণেরা জিতে যাবে একে অপরের পিঠ চাপড়ে। আপনারাও কি তাই চান? RIP বাংলা সিনেমা।

‘তন্ময় মজুমদার (Tanmay Majumder)বলেন “আমাদের ছবি ‘বাকি ইতিহাস’ মুক্তি পাওয়ার সময়ে আমি বুঝেছিলাম কতটা খারাপ অবস্থা। আজকে আবার দেখলাম। সত্যি কিছু বলার নেই, খুব খারাপ লাগে এইসব দেখলে”।

পরিচালক তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee)বলেন “আমার প্রথম হল রিলিজ সিনেমা ভটভটির কোনো প্রিমিয়ার করা সম্ভবপর হচ্ছে না,কারন আমরা যেহেতু সবকটা সিনেমা হলেই একটা করে শো পেয়েছি এবং সেগুলো কোনোটাই সন্ধ্যের প্রাইম টাইম শো নয়, যেখানে প্রিমিয়ারে অভিনেতারা উপস্থিত থাকতে পারবেন তাই বাধ্য হলাম আমরা প্রিমিয়ার শো বন্ধ করতে।আশাকরি আপনারা প্রতিটা শো কে প্রিমিয়ার শো তে রুপান্তরিত করবেন।১১ই অগাস্ট,ভটভটির সাথে যে দুটি বাংলা এবং যে দুটি হিন্দি সিনেমা রিলিজ করছে তাদের হল লিস্ট এবং শো টাইমিং বুক মাই শোতে জ্বলজ্বল করলেও ভটভটির জন্য এখনো অবধি শো এর সংখ্যা খুবই কম।ভটভটির মাল্টিপ্লেক্স পার্টনার Inox,তা সত্বেও তারাও এখনো অবধি মাত্র দুটি শো ভটভটির জন্য বরাদ্দ করেছে।কোন সিনেমা নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের ঠিক কতটা উৎসাহ সেটা বোধকরি আমাদের কলকাতার”বাংলা সিনেমা ধ্বংস করো” কমিটির প্রযোজক, পরিবেশকরা জানেন।পলিটিক্স আর দালালি করে সিনেমার হল আটকানো যায়, উন্নত সিনেমা তো আর বানানো যায় না। সেই সিনেমাই আপনারা বানাবেন যা এতদিন ধরে বানিয়ে এসেছেন এবং হায়েনাদের মতন একে অপরের পিঠ চাপড়াবেন, তাতে দর্শকদের কিচ্ছু যায়া আসেনি,তারা বাংলা সিনেমা দেখেনি,আজও দেখবে না।আপনারা হল নিয়ে নোংরা পলিটিক্স করে যান, ডিস্ট্রিবিউটর,হল মালিক দের সাথে হাত মিলিয়ে,টাকার খেলা খেলে ভটভটির রিলিজকে ক্ষতিগ্রস্ত করতে পারেন,সিনেমা আটকাবেন কি করে,শিল্প আটকাবেন কি করে।ওটা তো আর টাকা দিয়ে কেনা যায় না,আর পলিটিক্স করে ম্যানুপুলেটও করে উন্নত সিনেমাও বানানো যায় না। ধন্যবাদ বাংলা সিনেমার সম্ভাবনা কে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার জন্য।তবে এখনো নামগুলো বলা বাকি,আজকের পর নামগুলোও লুকোনো থাকবে না৷কারন এখনো এ শহরে, এ রাজ্যে একটা হিন্দি সিনেমা কোয়েস্ট মলে ১৫ টা শো পায়, ভটভটির নাম কোথাও থাকে না”।

১১ই আগস্ট অর্থাৎ আজ ই ছবির মুক্তির তারিখ। একই সঙ্গে মুক্তি পাচ্ছে হিন্দিতে লাল সিং চড্ডা ও বাংলায় ধর্মযুদ্ধ ও ব্যোমকেশ হত্যামঞ্চ।

Leave a Comment