Yash-Nusrat: মিষ্টি হাসি আর দুষ্টুমিতে ভরা সম্পর্ক : যশ ও নুসরতের রোমান্স:

চিত্র: যশ-নুসরত

সিনেবাংলা ওয়েব ডেস্কঃ নুসরত(nusrat) ও যশ(yash) সব সময় টলিপাড়ায় শিরোনামে থাকেন। নুসরতের ছেলেমানুষি তথা গ্ল‍্যামার(glamour) ছেলে হবার পর বেড়েছে বই কমেনি।

চিত্র: নুসরত-যশ

তাদের সম্পর্ক নিয়ে টলিউড(tolywood) ও সাধারণ মানুষের মধ্যে কৌতূহল অটুট রাখার কৃতিত্ব তাদের। তারা কি করছেন , কোথায় যাচ্ছেন এমন ছোটখাটো বিষয় মিডিয়ায় প্রায়শই দেখা যায়। সম্প্রতি একটি স্টোরি(story) দিয়েছেন তারা তাদের ইনস্টাগ্রামে (Instagram)। সেখানে দেখা যাচ্ছে নুসরত সোফায় প্রায় শুয়ে পড়ে নিজের বাম হাত দিয়ে যশের গাল টিপছেন। যশ এই ভালোবাসা ভরা আদর উপভোগ করছেন। এইটুকু স্টোরিতেই তাদের দুষ্টুমিষ্টি সম্পর্কের রসায়ন ধরা পড়ছে। তাদের ভালোবাসা এমনই অটুট থাকুক ।

চিত্র: নুসরত ও যশ

২০২০ সাল থেকে তারা সম্পর্কে আবদ্ধ হয়েছেন। তারা তাদের প্রথম সন্তান ইসহান (yishaan) কে বরণ করে নিয়েছেন ২০২১ সালে। যশকে আমরা ছেলে কোলে নুসরতকে নিয়ে আসতে দেখি। তিনজনের সুখের সংসারের ছোট ছোট মুহূর্ত এভাবেই তারা তাদের ইনস্টাগ্রামে শেয়ার করে থাকেন মাঝেমধ্যে।

চিত্র: নুসরত-যশ

Leave a Comment